ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ত্রিবেণী সংঘ। টিএফএ আয়োজিত ঘরোয়া বি ডিভিশন লিগ ফুটবল আসরে ত্রিবেণী সংঘ এবার অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ত্রিপুরা স্পোর্টস স্কুল পেয়েছে রানার্স আপ খেতাব। লীগের শেষ দুটো ম্যাচ অবশিষ্ট থাকলেও চ্যাম্পিয়ন রানার্সের হিসেব সম্পন্ন। সাতটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় ও দুটিতে ড্র করার সুবাদে মোট ১৭ পয়েন্ট পেয়ে ত্রিবেণী সংঘ এবার বি ডিভিশন লীগ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। এর সৌজন্যে আগামী মরশুমে প্রথম ডিভিশন লিগ ফুটবলে খেলার ছাড়পত্র পেয়েছে। আজ, বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে লীগের একমাত্র ম্যাচে ত্রিবেণী সংঘ ও কল্যাণ সমিতির খেলাটি তিন-তিন গোলে অমীমাংসিত অবস্থায় শেষ হয়েছে। দু দল এক- এক করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। আজ ম্যাচটি ড্র হওয়ার কারণে ত্রিবেণী সংঘ অপরাজিত অবস্থায় লীখ চ্যাম্পিয়নের খেতাব জিততে পেরেছে। খেলার প্রথমার্ধও শেষ হয়েছিল দুই-দুই গোলে ড্র অবস্থায়। প্রথম গোল কল্যাণ সমিতির জোসেফ মারাকের ৩৩ মিনিটের মাথায়। তবে ৪১ মিনিটের মাথায় ত্রিবেণী সংঘের অভিজিৎ দে গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনার পরবর্তী মিনিটেই পেনাল্টি থেকে পুনরায় একটি গোল করে দলকে দুই-একে এগিয়ে নেয়। তবে প্রথমার্ধের শেষ সময়ে একেবারে ইনজুরি টাইমে কল্যাণ সমিতির কুমার দেববর্মা একটি গোল করে ফের খেলায় সমতা ফিরিয়ে আনে। দ্বিতীয়ার্ধের খেলাতেও দু দলের মধ্যে পরস্পর বিরোধী আক্রমণ প্রতি আক্রমণ পরিলক্ষিত হয়। খেলার ৬৬ মিনিটের মাথায় কল্যাণ সমিতির ভিকেরু তৈমুই একটি গোল করে ফের দলকে তিন-দুই এ এগিয়ে নিলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি। শেষ বাঁশি বাজার ৫ মিনিট আগে ত্রিবেণীর ভত্র সাধন জমাতিয়া একটি গোল করে খেলায় পুনরায় তিন- তিনে সমতা ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ম্যাচ ড্র তে নিষ্পত্তি হয়। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি অসীম বৈদ্য, কৈলাস পদ জমাতিয়া, তপন কুমার দেবনাথ ও সুপ্রিয়া দাস। দিনের খেলা: বেলা আড়াইটায় উনাকান্ত মিনি স্টেডিয়ামে মৌচাক ক্লাব বনাম নবোদয় সংঘ।
2022-11-17

