ত্ৰিপুরা : ভারতীয় জাল নোট সহ আসাম রাইফেলস-এর হাতে আটক এক

আগরতলা, ১৭ নভেম্বর (হি. স.) : ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন বুধবার রাতে জাল ভারতীয় নোট সহ এক ব্যক্তিকে আটক করেছে।

বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে, ১৭ নভেম্বর রাতে কাঞ্চনপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়ন যৌথ অভিযান চালায় কাঞ্চনপুর এলাকায়। অভিযানে বিনয়রাম রিয়াং নামের জনৈক ব্যক্তিকে জাল ভারতীয় নোট সহ আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় জাল ৬,৬৫,০০০ টাকার নোট।

আজ বৃহস্পতিবার জাল ভারতীয় নোট সহ ধৃত ব্যক্তিকে অধিকতর তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য কাঞ্চনপুর পুলিশের কাছে হস্তান্তর করেছে আসাম রাইফেলস। অভিযুক্ত বিনয়রাম রিয়াংকে পুলিশ গ্ৰেফতার করেছে।