কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.): রাজ্য জুড়ে ফের সামান্য বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা । গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন । বৃহস্পতিবার এমনটাই খবর স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন সূত্রে ।
স্বাস্থ্য দফতরের বুলেটিন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন । যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২১,১৮,৩৮৯ । করোনা আক্রান্ত হয়ে একদিনে নতুন করে মৃত্যুর ঘটনা ঘটেনি । যার জেরে মোট মৃতের সংখ্যা আছে ২১,৫৩১ । একদিনে সুস্থ হয়ে উঠেছে ২১ । ফলে মোট সুস্থ হয়ে উঠছেন ২০,৯৬,৬৩৩ । ফলে সুস্থতার হার বেড়ে ৯৮.৯৭ শতাংশ । একদিনে করোনা পরীক্ষা হয়েছে ৫,৪৪৯ । যার জেরে মোট করোনা পরীক্ষার সংখ্যা বেড়ে ২৬,৭৬৯,৪৪৭ ।