‘এখন যুদ্ধের যুগ নয়’, জি-২০ সম্মেলনেও প্রধানমন্ত্রীর বার্তা প্রভূত সমাদৃত

বালি, ১৬ নভেম্বর (হি.স.) : ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ সম্মেলনে বড়সড় কূটনীতিক প্রাপ্তি ভারতের। জি-২০ সম্মেলনের ঘোষণা পত্রে ‘আজকের যুগ যুদ্ধের হওয়া উচিত নয়’ লাইনটি ব্যবহার করে হয়েছে, চলতি বছরের শুরুর দিকে এসসিও শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা ব্যবহৃত একটি বাক্যাংশ এটি। অর্থাৎ প্রধানমন্ত্রীর বার্তা জি-২০ নেতাদের সমগ্র বিশ্বে প্রভূত সমাদৃত হয়েছে।

জি-২০ সম্মেলনের ঘোষণা পত্রে প্রধানমন্ত্রীর বার্তার অন্তর্ভুক্তি প্রসঙ্গে বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, প্রধানমন্ত্রী মোদীর বার্তা “এখন যুদ্ধের সময় নয়” সমস্ত প্রতিনিধি দলের মধ্যে খুব গভীরভাবে অনুরণিত হয়েছিল। ঘোষণা পত্র অনুযায়ী ভারত মুখ্য ভূমিকা পালন করেছে।