BRAKING NEWS

পদত্যাগ না-করা ‘অযোগ্যদের’ কড়া বার্তা বিচারপতির

কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : সময়সীমা আর বাড়ানো হবে না। যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ করেননি, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। বুধবার এসএসসি-র তৃতীয় ও চতুর্থ শ্রেনির কর্মীনিয়োগের মামলার শুনানিতে এমনই মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

যাঁদের বেআইনিভাবে নিয়োগ হয়েছে, তাঁদের পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গত ৭ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সেই সময় পেরিয়ে যাওয়ার পরও প্রায় কেউ পদত্যাগ করেননি বলেই জানা গিয়েছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, একটাও পদত্যাগপত্র পাননি তিনি। যদিও বিকাশ ভবন সূত্রের খবর, ৩-৪ জন পদত্যাগ করেছেন। বাকিদের এদিন কার্যত সতর্ক করেছেন বিচারপতি। এখনও কেন তাঁরা পদত্যাগ করছেন না, সেই প্রশ্ন তুলে বিচারপতি বলেন, যদি আদালতের নজরে আসে, তাহলে কড়া পদক্ষেপ করা হবে।

এসএসসি-র এসএসসি-র তৃতীয় ও চতুর্থ শ্রেনির কর্মীনিয়োগের হাজার হাজার জালিয়াতির অভিযোগ সামনে এসেছিল সিবিআই-এর রিপোর্টে। সেই রিপোর্ট জমা পড়ার পরই বিচারপতি ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বলা হয়েছিল, বেআইনিভাবে যাঁদের চাকরি হয়েছে, তাঁরা যদি না পদত্যাগ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা নিজেরা ইস্তফা দেবেন না, তাঁরা যাতে সরকারি চাকরির পরীক্ষায় বসতে না পারেন, সেই ব্যবস্থাও করা হবে বলে উল্লেখ করেছিলেন বিচারপতি। ৭ নভেম্বর সেই সময় পেরিয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *