গন্ডাছড়ায় খাদ্য গোদামের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷  মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে গন্ডাছড়া কৃষি দপ্তরের নবনির্মিত দুটি পাকা দালান বাড়ির বুধবার শুভ উদ্বোধন হয়৷গন্ডাছড়া হরিপুরস্থিত কৃষক বন্ধু কেন্দ্রের দ্বিতল বিশিষ্ট পাকা দালান বাড়ি এবং পরে সরমা লেচু বাগানস্থিত ১০০০ এম.টি ক্ষমতা সম্পন্ন ধানের গুদাম ঘরের ফলক উন্মোচন করে মুখ্যমন্ত্রী শুভ সূচনা করেন৷ সেখানে এলাকার কৃষকদের নিয়ে এক সভার আয়োজন করা হয়৷ সভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কৃষি কাজের উন্নয়নে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের নানাবিধ প্রকল্পের কথা তুলে ধরে বক্তব্য রাখেন৷সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা, এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ধলাই জেলার জেলাশাসক, জেলা পুলিশ সুপার, কৃষি দপ্তরের ডাইরেক্টর প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *