কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : উদ্ধার হওয়া দলিল ও নথি সিডি আকারে পার্থর আইনজীবীর হাতে তুলে দেবে ইডি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু দেশে নয়, বিদেশেও পার্থর সম্পত্তি রয়েছে বলে দাবি করা হয়েছে ওই মামলার চার্জশিটে।
এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আদালতে অভিযোগ জানিয়েছিলেন যে, তদন্তে উদ্ধার হওয়া নথি তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে না। তাঁদের দাবি ছিল, উদ্ধার হওয়া নথি যে পার্থর, সেটা যাচাই করতে পারছেন না গোয়েন্দারা। অর্থাৎ চার্জশিটে যা কিছু পার্থর সম্পত্তি বলে দাবি করা হচ্ছে, তা আদৌ পার্থর কি না, তা খতিয়ে দেখতে চেয়েছিলেন আইনজীবীরা। এরপরই আদালত ইডি-কে নির্দেশ দিয়েছিল যাতে সব নথি দ্রুত তুলে দেওয়া হয় আইনজীবীদের হাতে। দিনও ধার্য করে দিয়েছিল আদাত। সেই মতো এদিন আদালতে নথির সিডি তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ টাকার পাহাড়। এরপরই গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। তদন্তে পার্থর বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক দাবি সামনে এনেছে ইডি। ওই টাকার সঙ্গে নিয়োগ দুর্নীতির যোগ ছিল কি না, তা খতিয়ে দেখছে ইডি। অন্যদকে, পার্থর বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই-ও।