ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্নই, রুচিরা বললেন জোর দিতে হবে আলোচনায়

নিউইয়র্ক, ১৫ নভেম্বর (হি.স.): রুশ আগ্রাসনের প্রেক্ষিতে ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্নই। রাষ্ট্রপুঞ্জে ফের জানাল ভারত। সোমবার (স্থানীয় সময়) রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেছেন, আমাদের এমন সমস্ত পদক্ষেপ এড়িয়ে যাওয়া উচিত যা সংলাপ ও আলোচনার সম্ভাবনাকে বাধা দেয় অথবা ঝুঁকিতে ফেলে। আলোচনার ওপর জোর দিয়ে তিনি বলেন, সংঘাতের অবসান ঘটনাই মূল লক্ষ্য হওয়া উচিত।

প্রসঙ্গত, ইউক্রেনের ভূখণ্ডে রুশ আগ্রাসনের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরসনে ও প্রতিকারের জন্য একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ৯৪টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে ১৪টি দেশ এবং ভারত-সহ ৭৩টি দেশ ভোটদান থেকে বিরত থাকে।
রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কাম্বোজ বলেছেন, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভোটের মাধ্যমে ক্ষতিপূরণ প্রক্রিয়া সংঘাতের সমাধানের প্রচেষ্টায় অবদান রাখতে পারবে কি-না তা আমাদের বিবেচনা করতে হবে। উপরন্ত, সাধারণ সভায় এই ধরনের একটি প্রক্রিয়ার আইনি বৈধতা অস্পষ্ট থেকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *