নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): স্বাস্থ্যসেবার প্রাপ্যতা নিশ্চিত করছে আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, যা আগে কখনও হয়নি। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। মঙ্গলবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের বেশ কিছু পরিসংখ্যান টুইট করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের অধীনে ২৬.৩৮ কোটির বেশি এবিএইচএ আইডি কার্ড তৈরি করা হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের সুফলের কথা তুলে ধরে টুইটে জানিয়েছেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন সমগ্র দেশে ডিজিটাল স্বাস্থ্য সমাধানের সঙ্গে সংযোগ স্থাপন করছে এবং জনগণকে ব্যাপকভাবে উপকৃত করছে।

