ব্রাউন সুগারসহ উদয়পুরে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ নভেম্বর৷৷  উদয়পুরের পুলিশ লাইন হেড কোয়ার্টারের সামনে থেকে ব্রাউন সুগারের কৌটা সহ স্থানীয়দের হাতে আটক এক যুবক৷ ধৃত যুবকের নাম সুজন দাস৷ বাড়ী শিলাছড়ি এলাকায়৷ তবে সে উদয়পুরের গকুলপুর এলাকায় বসবাস করে৷ স্থানীয়দের অভিযোগ ধৃত সুজন দাস দীর্ঘ দিন ধরে ব্রাউন সুগার বিক্রয় করে আসছে৷ অবশেষে সোমবার সকালে উদয়পুর পুলিশ লাইন হেডকোয়ার্টারের সামনে তাকে নেশা সামগ্রী সহ স্থানীয়রা আটক করে৷ ঘটনার খবর পেয়ে আর.কে পুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়৷ পুলিশ ঘটনাস্থল থেকে একটি পালসার বাইক উদ্ধার করে৷ ধৃত যুবক জানায় তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগারের কৌটা গুলি তাঁর নয়৷ অমর দেবনাথ নামে এক ব্যক্তি তাকে এই ব্রাউন সুগারের কৌটাগুলি দিয়েছিল তাঁর বাড়িতে রেখে আসার জন্য৷