ডোডা, ১৪ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জন সরকারি কর্মীর। একজন প্রাণে বেঁচে গেলেও, গুরুতর আহত হয়েছেন। সোমবার সকাল ১০.৪৫ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে।
স্টেশন হাউস অফিসার আস্সার জানিয়েছেন, নির্বাহী প্রকৌশলী রফিক শাহ, সহকারী নির্বাহী প্রকৌশলী কমল কিশোর শর্মা ও দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক মহম্মদ হাফিজের দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়। সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার (ডোডা) সুরেশ কুমারের অবস্থা গুরুতর। সড়ক ও সেতু বিভাগের ওই গাড়িটি জম্মু থেকে ডোডা অভিমুখে যাচ্ছিল। সকাল ১০.৪৫ মিনিট নাগাদ বাটোতে-কিশত্বর হাইওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

