বিজেপির প্রতিশ্রুতি রূপকথার মতোই কাল্পনিক : তৃণমূল সাংসদ মহুয়া

আগরতলা, ১৪ নভেম্বর (হি. স.) : বিজেপির দেওয়া প্রতিশ্রুতি রূপকথার গল্পের মতোই কাল্পনিক। বাস্তবে তার দেখা পাওয়া যায়না। সোমবার আগরতলায় তৃণমূলের মহা মিছিল উপলক্ষ্যে আয়োজিত পথ সভায় বিজেপির উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করে একথা বলেন দলীয় সাংসদ মহুয়া মৈত্র।

এদিন তিনি বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূলের শাসনে জঙ্গলরাজ কায়েম হয়েছে, এমনটাই দাবি বিজেপির। তবুও, মানুষ তৃণমূলের প্রতি আস্থা রেখে গত নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে ক্ষমতায় ফিরিয়ে এনেছেন। কারণ, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের শাসনে খুশি আছেন। বিজেপি মানুষকে বোকা ভাবে, তাই পশ্চিমবঙ্গে ভোটের বাক্সে তার মোক্ষম জবাব পেয়েছে, বিদ্রুপের সুরে পদ্ম শিবিরকে বিঁধলেন তিনি।  

মহুয়া আজ ভিশন ডকুমেন্টের প্রসঙ্গ তুলে ধরে বিজেপিকে একহাত নিয়েছেন। তিনি বিজেপির ভিশন ডকুমেন্টকে রূপকথার গল্পের সাথে তুলনা করেছেন। তাঁর বক্তব্য, ত্রিপুরায় এসে কিছু পোস্টার দেখে বিজেপির প্রতিশ্রুতি রূপকথার গল্পের মতোই মনে হয়েছে। তাঁরা বেকারদের চাকুরীর প্রলোভন দেখিয়েছিলেন। অথচ, আজ সেই বেকররা চাকুরীর জন্য পুলিশের লাঠিপেটা খাচ্ছেন।

তিনি সুর চড়িয়ে বলেন, ত্রিপুরায় মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। তাঁদের কণ্ঠরোধ করার প্রতিনিয়ত চেষ্টা চলছে। তাই, মানুষ অত্যাচার সহ্য করেও মুখ বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন। এদিন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কাকলী ঘোষদস্তিদার এবং সাংসদ সুস্মিতা দেব ও অন্যান্য তৃণমূল নেতারা একসাথে মঞ্চে দাঁড়িয়ে ত্রিপুরায় তৃণমূল সরকার গঠনের জোরালো ডাক দিয়েছেন।