নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): হালকা তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। পাকিস্তানে অনুভূত হওয়া ভূকম্পনের টের পাওয়া গিয়েছে ভারতের পঞ্জাব ও জম্মু ও কাশ্মীরেও। সোমবার ভোর ৩.৪২ মিনিট নাগাদ পাকিস্তানে ৪.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ৩১.৯৫ অক্ষাংশ ও ৭৩.৮৮ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১২০ কিলোমিটার গভীরে।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, পঞ্জাবের অমৃতসর থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে, জম্মু ও ক্ষীরের রাজৌরিতে থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে এবং পঞ্জাবের জলন্ধর থেকে ২১৯ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিমে ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। এই ভূমিকম্পে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।