ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর।। শ্রীলঙ্কায় গেলো ভারতীয় দল। কমনওয়েলথ দাবা প্রতিযোগিতায় অংশ নিতে। ১৪-২২ নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে কমনওয়েলথ দাবা প্রতিযোগিতা। ৯ রাউন্ডের হবে খেলা। আসরে ৫২ সদস্যের ভারতীয় দল রয়েছে। ওই দলে কোচ হিসাবে থাকবেন গ্র্যান্ডমাস্টার প্রবীন থিপসে, রবিচন্দ্রন ভি এবং ফি ডে মাস্টার ত্রিপুরার প্রসেনজিৎ দত্ত। রবিবার সকালে শ্রীলঙ্কা পৌছান ভারতীয় দলের দাবাড়ুরা। এনিয়ে সপ্তমবার ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন প্রসেনজিৎ। এর আগে ৬ বার ভারতীয় দলের কোচ হয়ে দেশকে সাফল্য এনে দিয়েছিলেন প্রসেনজিৎ। এবারও ভারতীয় দাবাড়ুরা সাফল্য পাবেন বিশ্বাস করেন ত্রিপুরার গর্ব দাবাড়ুটি। শ্রীলঙ্কা রওয়ানার হওয়ার আগে দিল্লি থেকে টেলিফোনে প্রসেনজিৎ বলেন,”গেলোবছর ভারতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবায় দেশ সাফল্য পেয়েছিলো। এবারও আমাদের দল যথেষ্ট শক্তিশালী। আশাকরি ভালো ফলাফল করেই আমরা দেশে ফিরবো”। প্রসঙ্গত: এর আগে বিশ্ব ক্যাডেট আসরে ৩ বার, অনূর্ধ্ব-১৬ অলম্পিয়াড, বিশ্ব অলম্পিয়াড এবং এশিয়ান জুনিয়র আসরে দেশের কোচ নির্বাচিত হয়েছিলেন প্রসেনজিৎ।
2022-11-13