রাঁচি, ১৩ নভেম্বর (হি.স.) : রবিবার সকালে রাঁচি বিমানবন্দরে পৌঁছলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) সরসঙ্ঘচালক মোহন ভাগবত। মোহন ভাগবত একটি অনুষ্ঠানে যোগ দিতে সড়কপথে রাঁচি থেকে সরাসরি লোহারদাগা চলে যান। লোহারদাগা থেকে তিনি যাবেন ছত্তিশগড়ের যশপুরে। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের আগমনকে কেন্দ্র করে পুলিশ পুরোপুরি সজাগ ছিল। তার আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। সঙ্ঘ সূত্রে জানা গিয়েছে, রাঁচি বিমানবন্দর থেকে সরাসরি লোহারদাগা রওনা দেন মোহন ভাগবত। সেখানে তিনি কিছুক্ষণ অবস্থান করবেন এবং একটি ছোট কর্মসূচিতে অংশ নেবেন। লোহারদাগায় তার কর্মসূচির ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলা পুলিশ বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে। এই কর্মসূচিতে অংশ নেওয়ার পরে, মোহন ভাগবত ছত্তিশগড়ের যশপুরের উদ্দেশ্যে রওনা হবেন।
ছত্তিশগড় সফরের সময় ১৪ নভেম্বর যশপুরে থাকবেন মোহন ভাগবত। সেখানে তিনি দিলীপ সিং জুদেওর মূর্তি উন্মোচন করবেন। এরপর আদিবাসী দিবসে জনসভায় ভাষণ দেবেন সংঘ প্রধান। তারপর মোহন ভাগবত ১৫ নভেম্বর যশপুর থেকে অম্বিকাপুর যাবেন।