বেগুসরাই, ১৩ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং রবিবার ফের একবার রাহুল গান্ধীর পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে আক্রমণ করলেন।
গিরিরাজ সিং নিজের সংসদীয় এলাকা বেগুসরাইতে চার দিনের সফরে গিয়ে রবিবার বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারত জোড়া যাত্রা করছেন। কিন্তু রাহুল গান্ধী যেখানেই ভারত জোড়া যাত্রায় বের হয়েছেন, এখন পর্যন্ত যেসব রাজ্যে গিয়েছেন, সেখানে অনেকেই কংগ্রেস দল ছেড়েছে। তিনি বলেন, এটি ভারত জোড়ো অভিযান বা টুকরো টুকরো গ্যাং অভিযান। এটা রাহুল গান্ধীর ভারত জোড়ো অভিযান নয়, টুকরো-টুকরো গ্যাংকে সংযুক্ত করার অভিযান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গিরিরাজ সিং বলেন, বিহারে নতুন জোট সরকার গঠনের পর থেকে বেগুসরাই সহ গোটা বিহারে অপরাধের গ্রাফ বেড়েছে। অপরাধ বাড়ছে, মদ ও অপরাধ দমন-পীড়নের সঙ্গী হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে মদ বন্ধ হচ্ছে না, অপরাধও বন্ধ হচ্ছে না।