নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ রবিবার স্কুলের আবেদনে সাড়া দিয়ে মাঠকে ছেলে মেয়েদের উপযুক্ত করে পুরনো ছন্দে ফিরিয়ে দিতে চলে সাফাই অভিযান৷ প্রতিবছরের ন্যায় এবছরও পুজো শেষে মাঠকে ছেলেমেয়েদের খেলার উপযুক্ত করার জন্য সাফাই অভিযান সংগঠিত করল নেতাজি প্লে সেন্টারের সদস্য ও কর্মকর্তারা৷
নেতাজি প্লে সেন্টার প্রতিবছরই দুর্গাপুজো করে নেতাজি সুকল মাঠে৷ আর জার জেরে মাঠ জুড়ে নির্মাণ করা হয় মণ্ডপ৷ বসে মেলা৷ পুজো শেষে মণ্ডপের কাঠামো সরিয়ে নেওয়া হলেও মাঠ জুরে ছড়িয়ে ছিটিয়ে থাকে নানান আবর্জনা৷ তাই প্রতিবছরের ন্যায় এবছরও পুজো শেষে মাঠকে ছেলেমেয়েদের খেলার উপযুক্ত করার জন্য সাফাই অভিযান সংগঠিত করল ক্লাবের সদস্য ও কর্মকর্তারা৷ রবিবার সুকলের আবেদনে সাড়া দিয়ে মাঠকে ছেলে মেয়েদের উপযুক্ত করে পুরনো ছন্দে ফিরিয়ে দিতে চলে সাফাই অভিযান৷ ক্লাব কর্মকর্তা দেবজ্যোতি দেব জানান নিছক মাঠ সাফাই করাই তাদের মূল উদ্দেশ্য নয়৷ এর মাধ্যমে তারা রাজ্যবাসীর কাছে বার্তা দিতে চান সবাই যেন নিজ এলাকা এবং সমাজকে আবর্জনা মুক্ত রাখতে উদ্যোগী হয়৷
2022-11-13

