সিএফটিইউআইয়ের আহ্বানে ১৩ দফা দাবীতে উজ্জয়ন্ত মার্কেটের সামনে গনবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ নভেম্বর৷৷ রবিবার সি এফ টি ইউ আইয়ের আহ্বানে ১৩ দফা দাবীতে উজ্জয়ন্ত মার্কেটের সামনে গনবস্থান সংগঠিত হয়৷ শিক্ষক, কর্মচারী ও অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে হয় এই গনবস্থান৷ দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে গন অবস্থান৷ দাবি গুলি সম্পর্কে জানান সি এফ টি ইউ আইয়ের সভাপতি অজয় বিশ্বাস৷   তিনি জানান এই দাবি গুলি সম্পর্কে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে৷ সরকার এই বঞ্চিত মানুষের পক্ষে পদক্ষেপ নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *