ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর।। রোমহর্ষকর ম্যাচ। তাতে ১ উইকেট জয় পেলো প্রগতি প্লে সেন্টার। পরাজিত করল এন এস আর সি সি কে। অনূর্ধ্ব-১৩ ক্রিকেটের প্রস্তুতি ম্যাচে। শনিবার ড: বি আর আম্বেদকর মাঠে হয় ম্যাচটি। ৪০ ওভারের। তাতে আর সি সি প্রথমে ব্যাট নয়ে ৮৪ রান করে। দলের কোনও ব্যাটসম্যান ২২ গজে তেমন রুখে দাড়াতে পারেনি। প্রগতির পক্ষে দেবপ্রিয় দে, আয়ুষ সরকার এবং অর্পন ভট্টাচার্য দুটি করে উইকেট পেয়েছে। জবাবে খেলতে নেমে ২৩ বল বাকি থাকতে ৯ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে ইয়াস দেববর্মা ২৯ রান করে। দল যখন চাপে তখন ঋদ্ধিমান কর বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেয়। আজ আর সি সি-র অনূর্ধ্ব-১৫ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে প্রগতি। ড: বি আর আম্বেদকর মাঠে হয় ম্যাচটি।
2022-11-12