ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর।। প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। ভালো খেলার জন্য। তিরুবানন্তপূরমে। ওই রাজ্যের আলপ্ মাঠে শনিবার বিকেলে ত্রিপুরার ক্রিকেটাররা অনুশীলন করেন। শুক্রবার রাতে ত্রিপুরা দল তিরুবানন্তপুরমে পৌছায়। ফলে এদিন সকালে আর অনুশীলন করেননি। প্রসঙ্গত: দক্ষিণের ওই রাজ্যে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২৫ একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা। ২০ নভেম্বর থেকে তিরুবানন্তপুরমে শুরু হচ্ছে আসর। আসরে ২০ নভেম্বর মহারাষ্ট্র, ২১ নভেম্বর গুজরাট, ২৫ নভেম্বর পাঞ্জাব, ২৭ নভেম্বর মিজোরাম, ২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ এবং ১ ডিসেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। এদিন বিকেলে প্রায় ২ ঘন্টা অনুশীলন করেন শ্রীদাম পাল-রা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে নেটে হালকা অনুশীলন সেরে নেন শঙ্কর পাল-রা। আসরে সাফল্য পাওয়া নিয়ে ত্রিপুরা দলের কোচ জয়ন্ত দেবনাথ আশবাদী,”আমার দল যথেষ্ট ব্যালান্সড। ছেলেরা যদি নিজেদের সঠিকভাবে প্রযোগ করতে পারে তাহলে সাফল্য পাবোই। দলের প্রতিটি ক্রিকেটার যথেষ্ট প্রতিভাবান। আশাকরি ছেলেরা ভালো খেলবে। এবং সাফল্য পেয়েই রাজ্যে ফিরবে”। ত্রিপুরা দল: শ্রীদাম পাল (অধিনায়ক), শঙ্কর পাল (সহ অধিনায়ক), অর্কপ্রভ সিনহা (উইকেট রক্ষক), পল্লব দাস, সেন্টু সরকার, বাবুল দে, শ্যাম শাকিল গণ,কিষান মুড়াসিং, ঋতুরাজ দেবনাথ, বিক্রম দেবনাথ, স্বরব সাহানি, সাহিল সুলতান, সন্দীপ সরকার, ইন্দ্রজিৎ দেবনাথ, অপূর্ব বিশ্বাস,অর্জুন দেবনাথ, কাজল সূত্রধর, লক্ষ্মণ পাল, শাহরুখ হুসেন এবং অমরেশ দাস। কোচ: জয়ন্ত দেবনাথ, অনুপ কুমার দাস, ফিজিও: অর্পন কর এবং ট্রেণার: অচিন্ত চক্রবর্তী।
2022-11-12