নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ ত্রিপুরা রাজ্যে একপ্রকার ষড়যন্ত্র চলছে৷ মথার নেতৃত্বদের পয়সা দিয়ে ভোটের আগে কেনার চেষ্টা করবে৷ তাই সকল নেতৃত্ব যাতে সতর্ক থাকেন৷ যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তিপ্রাসা তাদের ক্ষমা করবে না বলে হুশিয়ারি দেন প্রদ্যোত কিশোর দেববর্মন৷ শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে এমনটাই বললেন তিনি৷ রক্ত চাই না, চাই দু মাসের জন্য তিপ্রাসাদের থানসা৷ কারণ ২০২৩ হবে শেষ লড়াই৷ গোটা দেশ দেখবে তিপ্রাসাদের সাংবিধানিক অধিকারের জন্য এই লড়াই৷ দীর্ঘ ৭৫ বছরের বঞ্চনা মিটবে তিপ্রাসাদের৷ শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে কয়েক হাজার কর্মী সমর্থকে সামনে বক্তব্য রেখে এমনটাই বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন৷ তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে ২০১৮ সালের আগে চলো পাল্টাই এবং চলো উল্টাই যারা বলেছিল তারা কংগ্রেস থেকে বিজেপিতে এসে কন্টাকটারি করেছেন৷ কিন্তু সেই নেতারাই এখন ক্ষমতায় বসে আছেন৷ তাই প্রত্যাশা তাদের কাছ থেকে করা যায় না৷ এমনটাই বললেন শ্রী দেববর্মন৷ সরকারে প্রতিষ্ঠিত হওয়ার আগে ১০,৩২৩ -এর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি, মিস কলে চাকুরি মিলবে বলে বেকারদের প্রতিশ্রুতি এবং রেগা মজুরি ৩৪০ টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ এখনো এর থেকে বঞ্চিত তিপ্রাসারা৷ আরো বলেন ইতিহাস সাক্ষী রয়েছে মথা এডিসিতে প্রতিষ্ঠিত হওয়ার পর কোন বাঙালি আক্রমণের শিকার হয়নি এবং কোন সন্ত্রাস হয়নি পাহাড়ে৷ কারণ প্রদ্যোত কিশোর দেববর্মন সস্তা রাজনীতি করে না বলে নিজের প্রশংসা করলেন তিনি৷ ত্রিপুরা রাজ্যে একপ্রকার ষড়যন্ত্র চলছে৷ মথার নেতৃত্বদের পয়সা দিয়ে ভোটের আগে কেনার চেষ্টা করবে৷ তাই সকল নেতৃত্ব যাতে সতর্ক থাকেন৷ যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তিপ্রাসা তাদের ক্ষমা করবে না বলে হুশিয়ারি দেন প্রদ্যোত৷ তিনি এদিন প্রতিশ্রুতির স্বরূপ বলেন পাট্টা জমি জন্য মহকুমা শাসক অফিসে গিয়ে সকল তিপ্রাসা দরখাস্ত করার জন্য৷ ২০২৩ সালে লড়াইয়ে প্রতিষ্ঠিত হয়ে পাট্টা জমির স্বপ্ণ পূরণ করা হবে বলে জানান তিনি৷ প্রদ্যোত কিশোর দেববর্মনের শক্তি প্রদর্শন আগামী দিনে কতটা মাইলেজ দেবে সেটাই বড় প্রশ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ যাই হোক এদিন প্রদ্যোত কিশোর দেববর্মনের বক্তব্য শুনে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস৷
2022-11-12

