ভোটের নতুন রেকর্ড তৈরি করুন, হিমাচলের জনগণের কাছে আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১২ নভেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের জনগণকে গণতন্ত্রের উৎসবে সামিল হতে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে অনুরোধ জানালেন, এবার ভোটের নতুন রেকর্ড তৈরি করার। শনিবার সকাল আটটা থেকে হিমাচল প্রদেশে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এদিন ভোটপর্ব শুরু হওয়ার প্রাক্কালে একটি টুইট করেছেন প্রধানমন্ত্রী।

সেই টুইটে তিনি আহ্বান জানিয়ে লিখেছেন, হিমাচল প্রদেশের সবকটি বিধানসভা আসনে ভোটের দিন আজ। দেবভূমির সমস্ত ভোটারদের অনুরোধ করছি গণতন্ত্রের এই উৎসবে পূর্ণ উদ্যমে অংশগ্রহণ করে ভোটের নতুন রেকর্ড গড়ুন। এই উপলক্ষে, রাজ্যের সমস্ত যুবকদের, যারা প্রথমবার ভোট দিচ্ছেন তাঁদের আমার বিশেষ শুভেচ্ছা।