মা হলেন বিপাশা বসু, কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

মুম্বই, ১২ নভেম্বর (হি.স.): মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের ছ’বছরের মাথায় মা হলেন বিপাশা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর সমাজমাধ্যমে জানিয়েছিলেন অভিনেত্রী। তার পর থেকে নানা ছবি ভক্তদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিপাশা ও করণ। কিছু দিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল বিপাশার।

মা এবং শাশুড়ির আদরে কিছু দিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। চলতি বছর আগস্ট মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভাগ করে নিয়েছিলেন দু’জনে।