কলকাতা, ৯ নভেম্বর (হি. স.) : যদি দেখি কোনও বাড়িতে জল জমে রয়েছে সেই বাড়িগুলিতে স্টপ-ওয়ার্ক নোটিস পাঠাব। বুধবার ডেঙ্গি নিয়ে শহরবাসীকে সচেতনার প্রচার করতে পথে নেমে এমনটাই বললেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম
ডেঙ্গি নিয়ে শহরবাসীকে সচেতন করতে বুধবার সকাল-সকালই বেরিয়ে পড়েন মেয়র। চেতলায় সচেতনতা এই প্রচার সারেন তিনি। এলাকায় যে সকল স্থানে মশার লার্ভা জমতে পারে সেই সব জায়গা খতিয়ে দেখেন। এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘নির্মীয়মাণ প্রায় সকল বাড়িগুলি খতিয়ে দেখব। যদি দেখি কোনও বাড়িতে জল জমে রয়েছে সেই বাড়িগুলিতে স্টপ-ওয়ার্ক নোটিস পাঠাব। তারপর সেগুলিকে পরিস্কার করতে বলব। পাশাপাশি তার খরচ-খরচার সঙ্গে আমাদের খরচা যোগ করব। এরপরও দেখি যদি কাজ না হয় মিউনিপ্যাল কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জন্য আর্জি জানাব।’ এর পাশাপাশি তিনি বলেন, ‘আমার মনে হয় মানুষ বুঝবেন। বলতে-বলতে একটা সময় মানুষ ঠিক শুনবেন। ডেঙ্গি সচেতনতা প্রচারে আমরা প্রথম নেমেছি। মানুষ কাল থেকে বলবে যে ববিদা নেমেছেন। তাহলে আমরা ছাদে যাই গিয়ে দেখি জল জমে আছে কি না।’