আগামীকাল বৃহস্পতিবার থেকে দুদিনের ওডিশা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু

আগামীকাল বৃহস্পতিবার থেকে দুদিনের ওডিশা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মুর্মু
নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার থেকে দুদিনের ওডিশা সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসেবে এটাই হবে তাঁর প্রথম ওডিশা সফর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ১০ এবং ১১ নভেম্বর ওডিশা সফর করবেন বলে বুধবার রাষ্ট্রপতি ভবন আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে।

রাষ্ট্রপতি ১০ নভেম্বর পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথের পূজা দিয়ে তার সফর শুরু করবেন। এরপর তিনি ভুবনেশ্বরে পৌঁছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও নেতাদের মূর্তির সামনে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সন্ধ্যায় রাষ্ট্রপতি ভুবনেশ্বরের রাজভবনে তার সম্মানে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
শুক্রবার ১১নভেম্বর রাষ্ট্রপতি ভুবনেশ্বরের তপোবন উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ইউনিট -২ এবং কুন্তলা কুমারী সবাত আদিবাসী বালিকা ছাত্রাবাস ইউনিট -২ পরিদর্শন করবেন এবং ছাত্র ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করবেন বলেও বিবৃতিতে বলা হয়েছে। একই দিনে তিনি ভুবনেশ্বরের জয়দেব ভবন থেকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিভিন্ন প্রকল্পের সূচনা করবেন।