ওয়াশিংটন, ৯ নভেম্বর (হি.স.): সময়ের সঙ্গে সঙ্গে রাশিয়ার ওপর থেকে নির্ভরশীলতা কমানো উচিত ভারতের। মন্তব্য করলেন ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেছেন, এনার্জি ও নিরাপত্তা সহায়তার একটি নির্ভরযোগ্য উৎস নয় রাশিয়া। এটি শুধুমাত্র ইউক্রেন অথবা সেই অঞ্চলের স্বার্থে নয়, সময়ের সঙ্গে সঙ্গে রাশিয়ার ওপর নির্ভরশীলতা হ্রাস করা উচিত ভারতের, ভারতের নিজস্ব দ্বিপাক্ষিক স্বার্থেও, আমরা রাশিয়ার কাছ থেকে যা দেখেছি।”
নেড প্রাইস আরও বলেছেন, “ভারত আবারও নিশ্চিত করেছে যে, তাঁরা এই যুদ্ধের বিরুদ্ধে, তারা কূটনীতি, সংলাপ এবং এই যুদ্ধের সমাপ্তি দেখতে চায়। অর্থনৈতিক, কূটনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক শক্তিসম্পন্ন ভারতের মত দেশের কাছ থেকে রাশিয়ান এই বার্তাটি শোনা গুরুত্বপূর্ণ। নেড প্রাইস বলেছেন, আমরা অর্থনীতি, নিরাপত্তা সম্পর্ক এবং সামরিক সহযোগিতা-সহ প্রতিটি ক্ষেত্রে ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও গভীর করার চেষ্টা করেছি

