নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিল্লিতে সমগ্র দেশের ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) অফিসারদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে পৌরহিত্য করেছেন। সরকারি সূত্রের খবর, এই উচ্চপর্যায়ের বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, সাইবার নিরাপত্তা ও সীমান্ত সমস্যা উঠে এসেছে আলোচনায়।
সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়েছে তা হল বামপন্থী চরমপন্থা, সন্ত্রাসবাদ, সীমান্ত সমস্যা, সাইবার নিরাপত্তা এবং প্রযুক্তিগত আপগ্রেডেশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমগ্র দেশের নিরাপত্তা সংস্থা এবং পুলিশের অফিসারদের সঙ্গে যে ধারাবাহিক বৈঠক করছেন তার অংশ এটি। সম্প্রতি তিনি হরিয়ানায় দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী, আধিকারিক এবং রাজ্যগুলির পুলিশ আধিকারিকদের সঙ্গে একটি চিন্তন শিবির করেছেন।

