ঝাড়গ্রামে লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু দুই ব্যক্তির

ঝাড়গ্রাম, ৮ নভেম্বর ( হি. স.) : লরি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার সকালে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার ছয় নম্বর জাতীয় সড়কের আগুইবনী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত দুই ব্যক্তির নাম শেক মুস্তাক ( ৩২), শেক ইমরান ( ৩৫)। বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে লোধাশুলির দিক থেকে একটি পিকআপ ভ্যান বয়লার মুরগি নিয়ে ঝাড়খন্ডের দিকে যাচ্ছিল। ওই সময় পিছিন দিক থেকে একটি লরি পিকআপ ভ্যানটিকে ধাক্কা মারলে সামনে থাকা অন্য একটি লরিতে ধাক্কা মারলে পিক আপভ্যানে থাকা দুই ব্যক্তি গুরুতর ভাবে আহত হয়। পরে স্থানীয় মানুষজনেরা আহত দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়্গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালের চিকিৎসকেরা তাদেরকে মৃত বলে ঘোষনা করেন। অন্যদিকে ঝাড়গ্রাম থানার শালবনী এলাকায় একটি চলন্ত লরির খুলে গিয়ে দুই বাইক আরোহীকে ধাক্কা মারলে গুরুতর আহত দুই ব্যক্তি। আহত ব্যক্তিদের স্থানীয় মানুষজনেরা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করান।