কৃষ্ণপ্রেমে মুগ্দ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷  সোমবার রাতে রাধামাধব উন্নয়ন মন্দিরে  ২২৫ তম মহারাস উৎসবে অংশ নেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ কৃষ্ণপ্রেমে মুগ্দ হয়ে গোপিনীরা সংসার পরিত্যাগ করে বৃন্দাবনে সমবেত হয়েছিলেন৷ শ্রীকৃষ্ণ তাঁদের সংসারে ফিরে যেতে অনুরোধ করলেও গোপিনীরা তা অস্বীকার করেন৷ গোপিনীদের মন অহংপূর্ণ হলে শ্রীকৃষ্ণ রাধাকে নিয়ে অন্তর্ধান করেন৷ গোপিনীদের ভুল ভাঙে, অহং চূর্ণ হয় এবং শ্রীকৃষ্ণের স্তব করেন৷ গোপিনীদের ভক্তিতে সন্তুষ্ট হয়ে শ্রীকৃষ্ণ ফিরে আসেন এবং গোপিনীদের জীবনের পরমার্থ বোঝান এবং প্রত্যেক গোপিনীর মনোবাঞ্ছা পূর্ণ করে জাগতিক ক্লেশ থেকে মুক্তিদান করেন৷ ১৭৯৮ সালে মনিপুরের রাজা রাজর্ষী ভাগ্যচন্দ্র তার কনিষ্ঠা কন্যা হরিশ্বেশ্বরী দেবীকে ত্রিপুরার মহারাজা দ্বিতীয় রাজধর মাণিক্যের সঙ্গে বৈবাহিক সূত্রে আবদ্ধ করে রাধামাধব বিগ্রহটি পূজার জন্য প্রদান করেন৷ প্রথম অবস্থায় এটি জিরানিয়ায় অবস্থিত ছিল৷ কিন্তু পরবর্তী সময়ে তা স্থান করে নেয় রাধানগর স্থিত রাধামাধব মন্দিরে৷ তখন  থেকে প্রতিবছর শারদ জ্যোৎস্নায় প্লাবিত কার্তিক পূর্ণিমা তিথিতে মনিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাশ  চিরাচরিত প্রথায় মন্দিরে প্রতিপালিত হচ্ছে৷ এভাবে রাজা রাজর্ষী ভাগ্যচন্দ্র রাসলীলাকে যেমন মহিমান্বিত করেছেন,  তেমনি মহামিলনে প্রতিধবনিত করেছেন৷ সোমবার রাতে রাধানগর স্থির রাধামাধব মন্দিরে মহারাস উৎসব অনুষ্ঠিত হয়৷ মণিপুরী  সম্প্রদায়ের সার্বজনীন উৎসব এই রাস৷ এবছর রাধামাধব উন্নয়ন মন্দিরে  ২২৫ তম মহারাস উৎসব উদযাপিত  হয়৷  এদিন রাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ তাঁকে মনিপুরীদের চিরাচরিত পাগড়ী পড়িয়ে বরণ করে নেওয়া হয়৷ রাস পূজায় অংশ নেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী বলেন এই রাধানগর রাসের সাথে দীর্ঘ দিনের পরিচয়৷ একতার মাধ্যমে বৈচিত্রের প্রমান এই রাধানগর মন্দির৷ ১৯ টি জনজাতির তাদের নিজস্ব ঐতিয্য সেটাই প্রমান করে বলে জানান মুখ্যমন্ত্রী৷ বর্তমানে সরকারি ব্যবস্থাপনায় এই রাস উৎসব উদযাপিত হয়৷ চিরাচরিত প্রথায় হয় রাস নৃত্যের অনুষ্ঠান৷ মনিপুরের পাশাপাশি রাজ্যের গোপীরা এই রাস উৎসবে অংশ নেন৷ ইতিমধ্যেই রাস উৎসবকে কেন্দ্র করে রাধানগর স্থির রাধামাধব মন্দির সংলগ্ণ এলাকায় পসরা সাজিয়ে বসেন দোকানীরা৷ বহু মানুষের সমাগম ঘটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *