ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর।।
ত্রিপুরাকে নেতৃত্ব দেবন শ্রীদাম পাল। ডেপুটি হিসাবে থাকবেন শঙ্কর পাল। তিরুবন্তপুরমে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২৫ একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতায়। ২০ নভেম্বর থেকে তিরুবন্তপুরমে শুরু হচ্ছে আসর। ওই আসরে অংশগ্রহণের লক্ষ্যে ২০ সদস্যের ত্রিপুরা দল ঘোষনা করেন রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ। আসরে ২০ নভেম্বর মহারাষ্ট্র, ২১ নভেম্বর গুজরাট, ২৫ নভেম্বর পাঞ্জাব, ২৭ নভেম্বর মিজোরাম, ২৯ নভেম্বর অন্ধ্রপ্রদেশ এবং ১ ডিসেম্বর গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। দুটি প্রস্তুতি ম্যাচ দেখে গঠন করা হয় ত্রিপুরা দল। নির্বাচিত ক্রিকেটারদের মঙ্গলবার দুপুর ১২ টায় এম বি বি স্টেডিয়ামে কোচ জয়ন্ত দেবনাথের কাছে রিপোর্ট করার জন্য বলেছেন টি সি এ সচিব। ঘোষিত দল: শ্রীদাম পাল (অধিনায়ক), শঙ্কর পাল (সহ অধিনায়ক), অর্কপ্রভ সিনহা (উইকেট রক্ষক), পল্লব দাস, সেন্টু সরকার, বাবুল দে, শ্যাম শাকিল গণ,কিষান মুড়াসিং, ঋতুরাজ দেবনাথ, বিক্রম দেবনাথ, স্বরব সাহানি, সাহিল সুলতান, সন্দীপ সরকার, ইন্দ্রজিৎ দেবনাথ, অপূর্ব বিশ্বাস,অর্জুন দেবনাথ, কাজল সূত্রধর, লক্ষ্মণ পাল, শাহরুখ হুসেন এবং অমরেশ দাস। কোচ: জয়ন্ত দেবনাথ, অনুপ কুমার দাস, ফিজিও: অর্পন কর এবং ট্রেণার: অচিন্ত চক্রবর্তী।
2022-11-07