কালিয়াচক, ৭ নভেম্বর (হি. স.): মালদার কালিয়াচক থেকে নিষিদ্ধ কাফ সিরাপ সহ একজনকে গ্রেফতার করল মালদার কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম একরামুল মণ্ডল (৩৬)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলায়। ধৃতকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে বালিয়াডাঙ্গা মোড়ে একটি বাসে তল্লাশি অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। তল্লাশি চালিয়ে ৪০০ বোতল কাফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়। কালিয়াচক থানার আইসি উদয়শংকর ঘোষ বলেন, ‘কাফ সিরাপগুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছে, এর পেছনে আর কোনও চক্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।