নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ নভেম্বর৷৷ সোমবার ৫১ পীঠের একপিঠ মাতাত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিতে আসেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা৷ উনার সঙ্গে এইদিন মাতাবাড়িতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, রাজ্যের তথ্য ও সংসৃকতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ৷ এদিন মাতাবাড়িতে পুজোর শেষে আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান মাতাবাড়িতে চলা ৩৭ কোটি টাকা ব্যায়ে প্রসাদ প্রকল্পের কাজ তিনি পরিদর্শন করেছেন এবং এই কাজ পরিদর্শন করে অত্যন্ত খুশি তিনি৷
2022-11-07