ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।।
ত্রিপুরা জুডো ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবিবার অসুস্থ জুডো খেলোয়ার দরিদ্র পরিবারের ছেলে মানু দাশের সুভাষ নগরস্থিত বাড়িতে গিয়ে তার দ্রুতারোগ্য কামনা করা হলো। বাবা রঞ্জিত দাশ পেশায় দিনমজুর। সোসাইটির সদস্যরা মনুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সোসাইটির তরফ থেকে মানিক লাল দেব, প্রদীপ দে, শ্যামল সাহা, ধীমান বিশ্বাস ও প্রনব সাহা অসুস্থ জুডোকার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন প্রয়োজনীয় ঔষধ পত্র কেনার জন্য। সংস্থার সদস্যরা তার সুস্থতা কামনা করে শীঘ্রই যাতে জুডো মেটে ফিরতে পারে। এই সোসাইটির মুল উদ্দেশ্য জুডো খেলোয়ার এবং তার পরিবারের পাশে থাকা, জুডোর সার্বিকভাবে উন্নয়ন করা। তাছাড়া সদস্যরা সদ্য প্রয়াত শারীর শিক্ষক তথা সিনিয়র জুডোকা এন আই এস প্রশিক্ষক প্রয়াত অপূর্ব লাল দাশের বাড়িতেও যান। প্রয়াতের সহধর্মীনির সাথে দেখা করে উনার সন্তান দের খোজখবর নেন। ঐ পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার এই প্রতিশ্রুতি দিলেন। সোসাইটি সব সময় পীড়িতদের পাশে থাকবে এই প্রতিশ্রুতি দিলেন তারা।
2022-11-06