উত্তরাখণ্ড: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশী

উত্তরকাশী, ৬ নভেম্বর (হি.স.) : রবিবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ভূমিকম্পের শক্তিশালী কম্পনে মানুষ কেঁপে ওঠে। রবিবার ছুটির দিন হওয়ায় লোকজন বাড়িতে ছিলেন। হঠাৎ সকাল ৮টা ৩৩ মিনিটে ভূমিকম্পের জেরে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন মানুষ।

জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা সমস্ত তহসিল থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অপারেশন কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, এখনও পর্যন্ত কোনও জানমালের ক্ষতির খবর পাওয়া যায়নি। সব তহসিল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ও তেহরিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাপা হয়েছে ৪.৫।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও সকাল ৮টা ৩৩ মিনিটে তেহরিতে ভূমিকম্পের কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৫।