ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর।। জয়ে ফিরলো মৌচাক ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে পরাজিত করলো নাইন বুলেটস ক্লাবকে। রাজ্য ফুটবল সংস্থা আযোজিত দ্বিতীয় ডিভিশন লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মৌচাক ক্লাব ৩-২ গোল পরাজিত করে নাইন বুলেটস ক্লাবকে। আসরে ৪ ম্যাচ খেলে ২ টিতে জয়, ১ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ১ টি ম্যাচে পরাজিত হয়ে ৭ পয়েন্ট নিয়ে এখনও লড়াইয়ে টিকে রয়েছেন সুজিত ঘোষের দল মৌচাক। রবিবার ম্যাচের শুরু থেকেই দুদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। অ্যাস্টোটার্ফে ম্যাচ হওয়ায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছে দুদলের ফুটবলারদের। এর মধ্যে ২১ মিনিটে চপকথার জমাতিয়ার গোলে এগিয়ে যায় মৌচাক। তবে ব্যবধান বেশীক্ষণ ধরে রাখতে পারেনি দল। ২৯ মিনিটে সমতা ফেরান রাহুল জমাতিয়া। ৩৫ মিনিটে নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করে চুকথার জমাতিয়া আবার এগিয়ে দেন মৌচাককে। প্রথমার্ধের খেলা শেষ হওযার তিন মিনিট আগে মালসোয়াম ডার্লংয়ের গোলে আবার সমতা ফেরায় নাইন বুলেটস। দ্বিতীয়ার্ধে দুদলই শুরু থেকে আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। খেলা প্রায় শেষের পথে। ফুটবলপ্রেমীরা ধরে নিয়েছিলেন ম্যাচ অমিমাংশিত হবে। তখনই আক্রমনে গিয়ে গোল পেয়ে যায় মৌচাক। জয়সূচক গোলটি করেন লালসান মানিক হালাম। ম্যাচটি পরিচালনা করেন বিশ্বজিৎ দাস।
2022-11-06