শিলিগুড়িতে ডেঙ্গি সচেতনতায় পথে বামেরা, নিজের ওয়ার্ডে লিফলেট বিলি করলেন অশোক

শিলিগুড়ি, ৬ নভেম্বর (হি.স.) : শিলিগুড়িতে ক্রমশ বাড়তে থাকা ডেঙ্গি মোকাবিলায় পথে নামল বামেরা । ডেঙ্গি মোকাবিলায় সাধারন মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন শিলিগুড়ির প্রাক্তণ মেয়র বিধায়ক অশোক ভট্টাচার্য।রবিবার নিজের ওয়ার্ডে ব্লিচিং ছিটিয়ে লিফলেট বিলি করলেন অশোক ভট্টাচার্য।

অন্যবারের তুলনায় এবছর শিলিগুড়ি পুর এলাকায় অনেকটাই বাড়বাড়ন্ত ডেঙ্গি পরিস্থিতি। বেসরকারি মতে শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চার হাজারের ওপরে। মৃত্যুও হয়েছে ২৫ এর কাছাকাছি। অতীতে শিলিগুড়িতে ডেঙ্গু মোকাবিলায় ব্যার্থতার অভিযোগ এনে প্রাক্তণ মেয়র গঙ্গোত্রী দত্তকে ‘ডেঙ্গুরানী’ আখ্যা দিয়েছিল তৃণমূল। তখন সংখ্যাটা ছিল দেড়শর কাছাকাছি। বর্তমান তৃণমূল পরিচালিত পুরবোর্ডের সময় সেই সংখ্যাটা বেসরকারি মতে চার হাজার পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় বর্তমান পুর বোর্ড ব্যর্থতার অভিযোগ এনে আন্দোলন শুরু করেছে বিজেপি। কিন্তু আন্দোলনের পথে না গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারের কাজ শুরু করেছে সিপিএম। রবিবার নিজের ওয়ার্ডে ব্লিচিং ছিটিয়ে লিফলেট বিলি করলেন অশোক ভট্টাচার্য