আগরতলা, ৫ নভেম্বর৷৷ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য৷ একতাই শক্তি৷ সবাই মিলে একসঙ্গে কাজ করেছে বলেই খরানসিং পাড়া বায়োভিলেজ সোলার হ্যামলেট গড়ে তোলা সম্ভব হয়েছে৷ আজ কিল্লা ব্লকের খরানসিং পাড়া বায়োভিলেজ সোলার হ্যামলেটের উদ্বোধন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ তিনি বলেন, এই গ্রামের সকলকে আত্মনির্ভর করার জন্য গরু, ছাগল, হাঁস, মোরগ দেওয়া হয়েছে৷ গ্রামের সকলের জন্য সোলার লাইটের ব্যবস্থা করা হয়েছে৷ জৈব চাষ পদ্ধতির মাধ্যমে কৃষিকাজ করার জন্য গ্রামের সকলের জন্য উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে৷ আমার গ্রাম আমার সন্মান৷ এই ধারণা থাকলেই গ্রামের উন্নতি হবে৷ সরকারি সম্পত্তিকে নিজের সম্পত্তি ভেবে রক্ষা করতে হবে৷ তিনি আরও বলেন, আজকের এই দিনটিকে খরানসিং দিবস হিসাবে পালন করা হয়েছে৷ আগামীবছরও এই দিনটিকে খরানসিং দিবস হিসাবে পালন করার জন্য উদ্যোগ নিতে হবে৷ তিনি বলেন, খরানসিং পাড়াকে আগে কেউ চিনতো না৷ এখন সবাই এই গ্রামকে চিনে৷
অনুষ্ঠানে জনজাতিকল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া বলেন, সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধার সুফল পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার অত্যন্ত আন্তরিক৷ খরানসিং পাড়া বায়োভিলেজ সোলার হ্যামলেট এর একটা অন্যতম উদাহরণ৷ গ্রামের প্রত্যেক মানুষের কর্মসংস্থানের জন্য রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহায়তা করে যাচ্ছে৷ যা আগামী দিনেও জারি থাকবে বলে তিনি আশা ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ট্রেডার যুগ্ম অধিকর্তা দেবব্রত শুক্লদাস৷ এছাড়া বক্তব্য রাখেন বায়োটেকনোলজি ডিপার্টমেন্টের অধিকর্তা অনিমেষ দাস৷ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার অঞ্জন সেনগুপ্ত৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান সচিব কে এস সেথি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ৷ উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা খরানসিং পাড়ায় বসবাসকারী ৬১ জন সুবিধাভোগীকে ৩ হাজার টাকা করে আর্থিক সাহায্যের চেক তুলে দেন৷ এছাড়া ২৪ জন সুবিধাভোগীর হাতে ইম্প্রোভ কুক স্টোভ তুলে দেন৷ আজ উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মার হাত ধরে কিল্লা ব্লকের অন্তর্গত উত্তর ব্রজেন্দ্রনগর ভিলেজের ছাইমারওয়া বাজারে নির্মিত ৮টি মার্কেটস্টলের উদ্বোধন করা হয়৷ এতে মোট ব্যয় হয়েছে ২৩ লক্ষ ২১ হাজার ১৯৫ টাকা৷ এছাড়া ছাইমারওয়া বাজারে একটি কমিউনিটি হলকে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে৷ যার দ্বারোদঘাটন করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ এতে মোট ব্যয় হয়েছে ১১ লক্ষ ৫৯ হাজার ৮২৭ টাকা৷ কিল্লা ব্লকের উত্তর গজেন্দ্রনগর ভিলেজে এমজিএন রেগা প্রকল্পে নির্মিত সিসি রোডের উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যিষ্ণু দেববর্মা৷ এই রাস্তাটি নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৫০ হাজার টাকা৷
2022-11-05