শ্যাম শরণ নেগি সবসময় ভোটারদের ভোট দিতে অনুপ্রাণিত করেছেন: জয় রাম ঠাকুর

সিমলা, ৫ নভেম্বর (হি.স.) : স্বাধীন ভারতের প্রথম ভোটার শ্যাম শরণ নেগির মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেন, এই শোকের মুহুর্তে, ঈশ্বর তাঁর পরিবারকে ক্ষতি সহ্য করার শক্তি দিন। শোক প্রকাশ করে জয় রাম ঠাকুর বলেন, শ্যাম শরণ নেগি ১৯৫১ সাল থেকে একটানা ভোট দিয়ে আসছেন। তিনি এখন পর্যন্ত সব ধরনের নির্বাচনে ভোট দিয়েছেন। তাঁর মৃত্যু সংবাদে আমি শোকাহত। তাঁর আত্মা শান্তিতে পান।

মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনও তাঁকে সম্মানিত করেছে। তিনি ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে ভোট দিয়ে একটি দুর্দান্ত কাজ করেছেন। তিনি সারাজীবন ভোটারদের ভোট দিতে উদ্বুদ্ধ করেছেন।
প্রসঙ্গত, শ্যাম শরণ নেগি শনিবার সকালে হিমাচল প্রদেশের কিন্নর আদিবাসী জেলা কাল্পায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হিমাচল বিধানসভা নির্বাচনের জন্য ২ নভেম্বর তার বাড়িতে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছিলেন।