ভোপাল, ৫ নভেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত অর্জুন সিং-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ।
এদিন তাঁর টুইটে চৌহান বলেন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত অর্জুন সিংকে তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে প্রণাম।মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত অর্জুন সিংকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর টুইটে কমল নাথ বলেন, তিনি দক্ষ সংগঠক, দরিদ্র, শোষিত, কৃষক এবং সর্বহারাদের নেতা ছিলেন। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত অর্জুন সিংকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাই। রাজনীতিতে তিনি বরাবরই আমার অনুপ্রেরণা। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, একজন প্রকৃত সমাজসেবকও ছিলেন। রাষ্ট্রের স্বার্থে তাঁর করা কাজ সর্বদা অবিস্মরণীয়।