নাবালিকা পরিচারিকা আট মাসের গর্ভবতী, কৈলাসহরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷  চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে গর্ভবতী নাবালিকাকে  উদ্ধার করল কৈলাশহর মহিলা থানার পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ চন্ডিপুর আর ডি ব্লকের অধীনে গুলধারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় চন্ডিপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে গর্ভবতী নাবালিকাকে  উদ্ধার করল কৈলাশহর মহিলা থানার পুলিশ৷ এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মুহকুমায়৷ ওই নাবালিকা কিভাবে গর্ভাত হল সেই বিষয় নিয়ে  কৌতূহলের সৃষ্টি হয়েছে৷ জানা যায় ওই নবালিকা মেয়েটি কংগ্রেস নেতার বাড়িতে পরিচালিকার কাজ করত৷ বর্তমনে সে আট মাসের অন্তসত্তা৷ এলাকাবাসির নজরে বিষয়টি  পরে৷ অস্বাভাবিক অবস্থা লক্ষ্য করতে পেরে তাদের মনে সন্দেহ জাগে৷ মেয়েটিকে তাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হত না৷ আজ এলাকাবাসী  মিলে পুলিশের সহযোগিতা নিয়ে নাবালিকাটিকে উদ্ধার করে কৈলাশহর মহিলা থানায় নিয়ে আসেন৷ ঘটনার খবর পেয়ে কৈলাশহর মহিলা থানায় ছুটে আসেন বিজেপি দলের নেতৃত্বরা৷ ঊনকোটি জেলার বিজেপির সাধারণ সম্পাদক অরুন সাহা, ঊনকোটি জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি অরূপ ধর ,চন্ডিপুর মন্ডলের মন্ডল সভাপতি শ্যাম কুমার সিনহা সহ আরো অনেকে  থানায় ছুটে যান৷ পাশাপাশি ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ৷ বিজেপির নেতৃত্বরা সংবাদমাধ্যমকে জানান যে, পুলিশ প্রশাসন সঠিক তদন্ত  ক্রমে যাতে অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসে তা দাবী করেন৷ পাশাপাশি এতদিন নাবালিকা কন্যাকে কেন লোকচক্ষুর আড়াল করে রাখা হলো তাও তারা  জানতে চান৷ পাশাপাশি উনারা ন্যায় বিচারের দাবি জানান৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *