নয়াদিল্লি, ৫ নভেম্বর (হি.স.): দূষণের জেরে দিল্লির বাতাসের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বাতাসের গুণমান একেবারে তলানিতে এসে ঠেকেছে। সেই বাতাস শ্বাস নেওয়ার জন্যও উপযোগী নয়। শনিবার সকালেও ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল রাজধানী দিল্লি, ধোঁয়াশাচ্ছন্ন ছিল সিগনেচার ব্রিজ। দিল্লির বাতাসের গুণগতমান এদিনও ছিল ভীষণ খারাপ পর্যায়ে।
ধোঁয়াশার পাশাপাশি এদিন সকালে দিল্লির আকাশে কুয়াশাও ছিল। দিল্লিতে এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৪৩১, যা খারাপ পর্যায়ে। দিল্লি-এনসিআর-এ বাতাসের গুণগত মান ক্রমাগতই হ্রাস পাচ্ছে। উত্তর প্রদেশের নয়ডায় এদিন এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৫২৯, হরিয়ানার গুরুগ্রামে ৪৭৮ এবং ধীরপুরের কাছে এয়ার কোয়ালিটি ছিল ৫৩৪, যা ‘সিভিয়ার’ ক্যাটাগরিতে।