মথুরা, ৫ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মথুরা জেলায় যমুনা এক্সপ্রেসওয়ের ওপর দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৪ জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে মথুরার সুরির থানার অন্তর্গত যমুনা এক্সপ্রেসওয়ের মাইলস্টোন ৮৭-তে। খবর পাওয়ার পরই দুর্ঘটনাস্থলে আসেন সুরির থানার পুলিশ কর্মীরা। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে মথুরা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে মথুরার সুরির থানার অন্তর্গত যমুনা এক্সপ্রেসওয়ের মাইলস্টোন ৮৭-তে দু’টি গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়। এই সংঘর্ষে মৃত্যু হয়েছে ৪ জনের ও ৪ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ৪ জনকে উদ্ধার করে মথুরা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।