নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.) : তিহার জেলের ডিজি সন্দীপ গোয়েলকে বদলি করা হয়েছে। বর্তমানে সন্দীপ গোয়েলকে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে।বিশেষ সিপি সঞ্জয় বেনিওয়ালকে তিহারের নতুন ডিজি করা হয়েছে। এই নির্দেশ জারি করেছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (এলজি) বিনয় কুমার সাক্সেনা।তিহার জেলে বন্দি সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েন সন্দীপ গোয়েল। জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর সন্দীপ গয়ালের বিরুদ্ধে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ করেন।
জেল সূত্রের খবর, দিল্লির এলজি বিনয় কুমার সাক্সেনার কাছে চিঠি লিখেছিলেন সুকেশ চন্দ্রশেখর। এই চিঠিতে তিনি আপ মন্ত্রী সত্যেন্দ্র জৈন এবং ডিজি সন্দীপ গয়ালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন। তথ্য অনুযায়ী, ডিজি সন্দীপ গয়ালের তত্ত্বাবধানে সুকেশ চন্দ্রশেখর তিহার জেলে স্বাচ্ছন্দ্যের জীবনযাপন করছিলেন। সুকেশ চন্দ্রশেখরকে সাহায্য করার জন্য ৮১ জনেরও বেশি জেল আধিকারিক দিল্লি পুলিশের স্ক্যানারে রয়েছেন।
সুকেশ অভিযোগ করেন, সত্যেন্দ্র জৈনের সচিব এবং তার ঘনিষ্ঠ বন্ধু সুশীল ২০১৯ সালে জেলে আমার সঙ্গে দেখা করেছিলেন। কারাগারে নিরাপদে থাকতে এমনকি মৌলিক সুযোগ-সুবিধা পেতে তিনি আমাকে প্রতি মাসে নিরাপত্তার টাকা হিসেবে দুই কোটি টাকা দিতে বলেন। এছাড়াও, তিনি ডিজি সন্দীপ গোয়েলকে ১.৫০ কোটি টাকা দিতে বলেছেন।
সুকেশ চিঠিতে লিখেছেন যে দু-তিন মাসে ক্রমাগত চাপে আমার কাছ থেকে মোট ১০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এই সমস্ত অর্থ সংগ্রহ করেছিলেন কলকাতায় মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিশেষ সহযোগী চতুর্বেদী। মোট ১০ কোটি টাকা সত্যেন্দ্র জৈনকে এবং ১২.৫০ কোটি টাকা ডিজি তিহার জেল সন্দীপ গয়ালকে সুরক্ষা অর্থ হিসাবে দেওয়া হয়েছিল।

