BRAKING NEWS

উদয়পুরে দু’দিনব্যাপী রাজ্য সাঁতারের উদ্বোধন শনিবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।।উদ্বোধন আগামীকাল। রাজ্য সাঁতার প্রতিযোগিতার। আজ বিকেল ৩ টায় দুদিনব্যাপী রাজ্য সঁাতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কৃষি ও পর্যটনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। বিমল সিনহা সুইমিং পুলে ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে হবে আসর। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকার কথা কারামন্ত্রী রামপ্রসাদ পাল, ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরি, মন্ত্রী রামপদ জমাতিয়া, স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, পুরপরিষদের চেয়ার পার্সন শীতল চন্দ্র মজুমদার, বি এস এফের ১২০ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্ট রত্নেষ কুমার, সমাজ সেবক প্রবীর নাগ, গোমতি জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা ভারতী নিগম প্রমুখ। এদিকে সাজো সাজো রব উদয়পুর সুইমিং পুলে। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। দুইদিন ব্যাপী আসরের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ৬ নভেম্বর। সারা রাজ্য থেকে বিশেষ করে আটটি জেলা ও দুটি ইউনিট তথা ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ত্রিপুরা পুলিশ ইউনিট থেকে মোট ১৩০ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিতে আসবে বলে জানা গেছে। ৩০ তম রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদ্যোক্তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *