মুম্বইয়ের হাজি আলি দরগায় সন্ত্রাসবাদী হামলার হুমকি, জোরদার হল নিরাপত্তা

মুম্বই, ৪ নভেম্বর (হি.স.) : মুম্বইয়ের হাজি আলি দরগায় হামলার হুমকির ফোন আসার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে হাজি আলি দরগার। এ ব্যাপারে পুলিশ গভীরভাবে তদন্ত করছে।

শুক্রবার এক অজ্ঞাত ব্যক্তি মুম্বই পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে মুম্বইয়ের হাজি আলি দরগায় সন্ত্রাসী হামলার হুমকি দেয়। অজ্ঞাত ব্যক্তি জানান, হাজি আলি দরগায় ১৭ জন সন্ত্রাসী হামলা করতে চলেছে। মুম্বই পুলিশ কন্ট্রোল রুম থেকে ওই নম্বরে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। কল ট্রেস করার পর দেখা গেছে, উলহাসনগর থেকে ফোন করা হয়েছে।
ফোনকলের খবর পাওয়া মাত্রই তাদদেব থানার দল হাজি আলি দরগায় পৌঁছে সেখানে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করলেও কোথাও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।