বিশালগড়ে আরও দুটি তাজা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম স্কোয়ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপে বিশালগড়ের বিস্তীর্ণ এলাকার জনগণ আতঙ্কগ্রস্থ৷ বৃহস্পতিবার বোম স্কোয়ার্ডের কর্মীরা অভিযান চালিয়ে আরও দুটি তাজা বোমা উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছেন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়৷ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসে বিশালগড়ের বিস্তীর্ণ এলাকায় বারুদের গন্ধ এলাকার পরিবেশকে বিষাক্ত করে তুলছে৷ পরপর রাজনৈতিক হিংসাত্মক ঘটনায় বিশালগড়ের বিস্তীর্ণ এলাকার মানুষ আতঙ্কগ্রস্ত৷ নির্বাচন পর্ব অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যাবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এখন থেকেই গুঞ্জন শুরু হয়েছে৷ ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজনৈতিক  হিংসাত্মক ঘটনা ঘটেছে৷ বুধবার একাধিক হিংসাত্মক ঘটনায় বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন৷ এলাকায় দফায় দফায় বোমাবাজি এবং গুলির আওয়াজ শোনা গিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর৷ বিশালগড় এলাকায় প্রচুর অস্ত্রশস্ত্র মজুদ রয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে৷ শাসক এবং বিরোধী উভয় পক্ষের কাছেই বিশালগড় বিধানসভা কেন্দ্রটি আত্মমর্যাদা লড়াই হিসেবে উপনীত হতে পারে৷ তা ধরে নিয়েই বিশালগড় বিধানসভা কেন্দ্রে সব কটি রাজনৈতিক দল তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আর তাকে কেন্দ্র করেই প্রতিপক্ষ হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হচ্ছে৷ এদিকে, বৃহস্পতিবার সকালে রাজ্যের বোম স্কোয়ার্ডের অফিসারদের তদন্তে আবারো দুটি তাজা বোমা উদ্ধার হল রাউৎখলা থেকে৷ ফরেনসিক বিশেষজ্ঞ এবং বোম স্কোয়ার্ডের অফিসাররা দুটি তাজা বোমা নির্জন স্থানে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *