নেশাগ্রস্ত যুবকের এলোপাথাড়ি আক্রমণে গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷  নেশাগ্রস্ত যুবকের উশৃংখল আচরণ৷ বাধা দিতে গিয়ে নেশাগ্রস্ত যুবকের এলোপাতাড়ি আক্রমনে আহত হয়েছেন তিনজন৷ এ ব্যাপারে অভিযুক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷বিশালগড় মহকুমার গকুলনগর মধ্যপাড়া এলাকায় নেশাগ্রস্ত যুবকের উশৃংখল আচরণে  অতিষ্ঠ এলাকাবাসী৷ জানা যায় গকুলনগর মধ্যপাড়া এলাকার যুবক সুমন ভৌমিক বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত রয়েছে৷ যেমন চুরি ,ছিনতাই বিভিন্ন নেশা সামগ্রি বিক্রি ও সেবনের একাধিক অভিযোগ তার বিরুদ্ধে৷ তার যন্ত্রণায় অতিষ্ঠ এলাকার বেশ কয়েকটি পরিবার৷ এলাকাবাসীর অভিযোগ মূলে বৃহস্পতিবার এলাকার  প্রাণেশ চৌধুরী তাকে জিজ্ঞাসা করলে ক্ষিপ্ত হয়ে প্রানেশ চৌধুরীর উপর এলোপাাতাড়ি আক্রমণ চালায়৷ ঘটনাটি প্রত্যক্ষ করে তাকে বাঁচাতে এগিয়ে গেলে এই নেশাগ্রস্ত যুবকের আক্রমণের মুখে পড়েন অজিত দাস ও আলি আহমদ মিয়া৷ আহতরা হাসপাতালে চিকিৎসা সেরে অভিযুক্ত সুমন ভৌমিকের বিরুদ্ধে বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন৷ এদিকে ঘটনা এলাকায় চাউর হতেই ঘটনাস্থলে হাজির হয় গোটা এলাকার জনগণ৷ অবস্থা  বেগতিক দেখে অ্যাম্বুলেন্স ডেকে করে এম্বুলেন্স যোগে অভিযুক্ত সুমন ভৌমিককে হাসপাতালে  নিয়ে যাওয়া হয়৷ এদিকে প্রমিলা বাহিনী ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত সুমন ভৌমিকের বাড়িতে হাজির হয়৷ প্রমিলা বাহিনী ও  গোটা এলাকার জনগণের দাবি অভিযুক্ত সুমন ভৌমিকের পরিবার এই এলাকাতে থাকতে পারবে না৷ এই পরিবারকে এলাকা থেকে উচ্ছেদ করতে হবে৷ আর না হলে গোটা এলাকার পরিবেশ ও যুব সমাজকে ধবংসের মুখে ফেলে দেবে বলে তারা অবিমত ব্যক্ত করেন৷