তুরস্ক ও রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় আবারও ইউক্রেনের শস্য রফতানির চুক্তিতে ফিরল রাশিয়া

মস্কো, ৩ নভেম্বর (হি.স.) : কৃষ্ণসাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির সুযোগ দিতে রাজি হয়েছে রাশিয়া। তুরস্ক ও রাষ্ট্রসংঘের মধ্যস্থতায় আবারও শস্য রফতানি চুক্তিতে ফিরতে সম্মত হয়েছে রাশিয়া ।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের জন্য কৃষ্ণসাগরের শস্য করিডর ব্যবহার করা হবে না বলে কিয়েভের কাছ থেকে নিশ্চয়তা পেয়েছে মস্কো। চুক্তি অনুযায়ী এতদিন যে করিডর দিয়ে শস্য রফতানি হচ্ছিল, বুধবার থেকে একইভাব আবারও শস্য রফতানি করা যাবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, রুশ ফেডারেশন মনে করছে, এই মুহূর্তে প্রাপ্ত নিশ্চয়তা যথেষ্ট এবং চুক্তির বাস্তবায়ন পুনরায় শুরু হয়েছে।

গত ২৯ অক্টোবর কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূলে রাশিয়ার নৌবহরে ড্রোন হামলা চালায় ইউক্রেন। এরপর কৃষ্ণসাগরের বন্দর দিয়ে ইউক্রেনের শস্য রফতানি চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় মস্কো। তখন ইউক্রেনের সমুদ্রসীমায় শস্য রফতানির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। এ সময়ে ইউক্রেন থেকে কোন শস্যবাহী জাহাজ ছেড়ে যায়নি।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিষয়টি নিয়ে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকারকে ফোন করেছেন। রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, চুক্তি অনুযায়ী এতদিন যে করিডর দিয়ে শস্য রফতানি হচ্ছিল, বুধবার থেকে সেভাবে আবার শস্য রফতানি করা যাবে। এরদোয়ান আরও বলেন, রাশিয়ার সম্মতি অনুযায়ী বুধবার দুপুর ১২টার আগে শস্য পরিবহন শুরু হবে। এই ঘোষণার পর বিশ্ববাজারে গম, সয়াবিন, ভুট্টা ও সরিষার দাম ব্যাপকভাবে কমে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *