ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর।। ফাইনাল ৭ নভেম্বর। খেতাব নির্ণায়ক ম্যাচে জয়ৈং কামি খেলবে তুলসীরাম কামি দলের বিরুদ্ধে। জয়ৈং কামি মাঠে হবে ফাইনাল ম্যাচটি। কিল্লায় অনুষ্ঠিত মহিলা ফুটবলে। বুধবার উদ্যোক্তা কমিটি দীর্ঘক্ষণ সভা করে ফাইনালের দিনক্ষণ ঠিক করে নেন। এদিকে দুটি দলই খেতাব জয় করার জন্য জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। দুদলেই রয়েছেন ত্রিপুরার হয়ে খেলা বেশ কয়েকজন ফুটবলার।
2022-11-02