আসানসোল, ২ নভেম্বর (হি. স.) : পথ দুর্ঘটনায় মঙ্গলবার গভীর রাতে দুই তৃণমূল কর্মীর মৃত্যুতে উত্তেজনা ছড়াল আসানসোলে। এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের হিরাপুর থানায় মৃতদেহ রেখে বিক্ষোভ দেখায় তৃণমূল নেতৃত্ব সহ সাধারণ মানুষেরা। বুধবারও ছিল এই অশান্তির রেশ।
তৃণমূল-সহ বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রায়ই এই অঞ্চলে দুর্ঘটনা ঘটে থাকে। কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই ঘটনাকে প্রশাসনকেই দায়ী করেছে তৃণমূলের একাংশ। এর ফলে সরকার বদনাম হচ্ছে বলেও মন্তব্য করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। জানা গিয়েছে, মৃত ওই দুই যুবক তৃণমূলে সক্রিয় কর্মী ছিলেন।
মৃত দুজনের নাম, বিদেশ দেওঘরিয়া ও বিট্টু সিং। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে আসানসোলের চিত্রা মোড় এলাকায়। বালির ডাম্পারের ধক্কায় এই দুর্ঘটনা ঘটে। মৃত দুই যুবক আসানসোল পুরসভার ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্রের ঘনিষ্ঠ ছিল। খবর পেয়ে মৃতের পরিবারের বাড়িও যান কাউন্সিলার অশোক।
এ বিষয়ে তিনি জানান, বালি ট্রাকের কারণে প্রাণ গেল দুই যুবকের। ওভারলোড বালির গাড়ি নিয়ে প্রতিবাদ করায় প্রশাসন কোনও ব্যবস্থা না নিয়ে উল্টে তাঁর নিরাপত্তারক্ষীকে তুলে নিল। বহুবার ওভারলোড বালির গাড়ির বিরুদ্ধে আসানসোলের পুলিশ কমিশনার এবং স্থানীয় ওসিকে জানিয়েও কোনও লাভ হয়নি। কিছু লোক বালি গাড়ি পিছু ৩০০ টাকা করে নিয়ে ওভারলোড বালি চলার মদত দিচ্ছে। এ কারণে সরকারের বদনাম হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর কালি পড়ছে। জনপ্রতিনিধি যদি কোনও কথা না শোনেন, প্রশাসন যদি না শোনে তবে মানুষ কী করবে। এর ফলে প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের।